কাল ডিএসই'র সার্ভিল্যান্স সফটওয়্যার উদ্বোধন
ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে
গতকাল কিছুটা দর সংশোধন হয়েছে। কয়েক সপ্তাহ ধরে টানা সূচক বেড়ে ডিএসইএক্স
৫ হাজার পয়েন্টের কাছাকাছি চলে আসে। এরপর গতকাল রবিবার দর সংশোধন হয়েছে।
ঐদিন বেশিরভাগ কোম্পানির দর পতন হয়েছে। তবে লেনদেনে বড় মূলধনী
কোম্পানিগুলোর আধিপত্য থাকায় সূচক খুব একটা কমেনি।
তথ্যে দেখা গেছে, গতকাল রবিবার ডিএসই'র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৮২২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯৫ কোটি ২৯ লাখ ৮১ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৭৫ কোটি ১০ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের।
এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনে অসঙ্গতি তদারকির লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার সার্ভিল্যান্স সফটওয়্যার চালু করতে যাচ্ছে ডিএসই। এদিন দুপুরে সফটওয়্যারটি উদ্বোধন করবেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি'র চেয়ারম্যান এম খায়রুল হোসেন। জানা গেছে, গত এক বছর ধরে সার্ভিল্যান্স সফটওয়্যারটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। এখন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এটি অস্বাভাবিক লেনদেন সনাক্ত করতে সক্ষম। এর কার্যক্রম চালু হলে বাজারে স্বচ্ছতা আগের তুলনায় বাড়বে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মনোনীত স্বতন্ত্র পরিচালকদের অনেকের যোগ্যতায় ঘাটতি থাকায় আরও কয়েকজনের নাম জমা দেয়ার তাগিদ দিয়েছে বিএসইসি। বিএসইসি'র এক নির্দেশনায় সিএসই স্বতন্ত্র পরিচালক হিসেবে আরো চার বা পাঁচজনের তালিকা পাঠানোর কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি সিএসই'র পক্ষ থেকে স্বতন্ত্র পরিচালক হিসেবে ১৪ জনের তালিকা বিএসইসিতে জমা দেয়া হয়।
তথ্যে দেখা গেছে, গতকাল রবিবার ডিএসই'র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৮২২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯৫ কোটি ২৯ লাখ ৮১ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৭৫ কোটি ১০ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের।
এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনে অসঙ্গতি তদারকির লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার সার্ভিল্যান্স সফটওয়্যার চালু করতে যাচ্ছে ডিএসই। এদিন দুপুরে সফটওয়্যারটি উদ্বোধন করবেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি'র চেয়ারম্যান এম খায়রুল হোসেন। জানা গেছে, গত এক বছর ধরে সার্ভিল্যান্স সফটওয়্যারটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। এখন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এটি অস্বাভাবিক লেনদেন সনাক্ত করতে সক্ষম। এর কার্যক্রম চালু হলে বাজারে স্বচ্ছতা আগের তুলনায় বাড়বে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মনোনীত স্বতন্ত্র পরিচালকদের অনেকের যোগ্যতায় ঘাটতি থাকায় আরও কয়েকজনের নাম জমা দেয়ার তাগিদ দিয়েছে বিএসইসি। বিএসইসি'র এক নির্দেশনায় সিএসই স্বতন্ত্র পরিচালক হিসেবে আরো চার বা পাঁচজনের তালিকা পাঠানোর কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি সিএসই'র পক্ষ থেকে স্বতন্ত্র পরিচালক হিসেবে ১৪ জনের তালিকা বিএসইসিতে জমা দেয়া হয়।
0 comments:
Post a Comment