Sunday, 2 February 2014

তোশিবার ল্যাপটপে ছাড়

তোশিবার ল্যাপটপঅনলাইন ডেস্ক | আপডেট: ১৬:০৭, ফেব্রুয়ারি ০২, ২০১৪
তোশিবা ল্যাপটপের দুটি মডেলে এই ফেব্রুয়ারিতে বিশেষ অফার ঘোষণা করেছে দেশের কম্পিউটার ও প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।

বিশেষ অফারে তোশিবা স্যাটেলাইট সি৪০ এবং সি৪০-এ১২২ মডেল দুটিতে বিশেষ মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। স্যাটেলাইট সি৪০ মডেলটির দাম ৩৮ হাজার ৯০০ টাকা থেকে কমিয়ে ৩৭ হাজার ৫০০ টাকা এবং সি৪০-এ১২২ মডেলটির দাম ৩৯ হাজার টাকা থেকে কমিয়ে ৩৭ হাজার টাকায় বিক্রি করছে স্মার্ট।

স্যাটেলাইট সি৪০ মডেলের ল্যাপটপটিতে রয়েছে ইনটেল কোর আই থ্রি-৩১২০এম প্রসেসর, চার জিবি ডিডিআর৩ র্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ওয়াইফাই ও ব্লুটুথ সুবিধা। স্যাটেলাইট সি৪০-এ১২২ মডেলেটিতে রয়েছে ইনটেল কোর আই থ্রি-৩১১০এম প্রসেসর।

0 comments:

Post a Comment