Home »
» বাণিজ্যমেলায় ওয়ালটন ফ্রিজের মডেলভেদে ১০ হাজার টাকা ছাড়
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ফ্রিজের মডেলভেদে ১০ হাজার টাকা ছাড়
দিয়েছে ওয়ালটন। ক্রেতার চাহিদা সামনে রেখে ৩০টিরও বেশি মডেল এবং ৬৫ কালারের
ফ্রিজ মেলায় নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। বিক্রিও হচ্ছে প্রচুর। বিশেষ করে বড়
আকারের সাইড বাই সাইড ফ্রিজটি ক্রেতাদের আকৃষ্ট করেছে। ফলে ক্রেতাদের
নাগালের মধ্যে নিয়ে আসতে মেলায় সাইড বাই সাইড ফ্রিজে ছাড় দেয়া হয়েছে ১০
হাজার টাকা। এ ছাড়া মেলা থেকে কিনলে হোম ডেলিভারি এবং ফ্রি সার্ভিসও দেয়া
হচ্ছে। জানা গেছে, ক্রমবর্ধমান মানোন্নয়ন এবং পণ্যের আধুনিকায়নের
ধারাবাহিকতায় যোগ হয়েছে ডব্লিউএসএস-৪এইচ৫ মডেলের এ ফ্রিজ। বিশ্বমানের ৪৮৫
লিটারের এ ফ্রিজটি এখন ক্রেতা পছন্দের শীর্ষে। এর সাধারণ বাজার মূল্য
৭৯,৯০০ টাকা। মেলা উপলক্ষে ১০ হাজার টাকা কমিয়ে ৬৯ হাজার টাকা দাম নির্ধারণ
করা হয়েছে। ওয়ালটন কর্তৃপক্ষ আশা করছে, দেশের চাহিদা মিটিয়ে শিগগিরই সাইড
বাই সাইড ফ্রিজ রপ্তানি করা সম্ভব হবে। ওয়ালটন প্যাভিলিয়নের ইনচার্জ
আকরামুজ্জামান অপু জানান, গত বছর বাণিজ্যমেলায় ১৩৬ প্রকার পণ্য ছিল, এবার
তা কয়েক গুণ ছাড়িয়ে গেছে। এবারের মেলায় ফ্রিজের ক্ষেত্রে মডেলভেদে সর্বোচ্চ
১০ হাজার টাকা ছাড় দেয়া হয়েছে। তিনি বলেন, এই অফারের ব্যাপক সাড়া পাচ্ছি।
ওয়ালটনের ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডাইরেক্টর উদয়
হাকিম বলেন, ফ্রিজ তৈরির ক্ষেত্রে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। গুণগত
উচ্চমান অক্ষুণ্ন রেখে উৎপাদন বৃদ্ধির কারণে পণ্যের উৎপাদন খরচ কমে গেছে।
যার ফেলে ওয়ালটন ফ্রিজ এখন সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। ওয়ালটনের কারণে
নিম্ন আয়ের পরিবারও এখন ফ্রিজ ব্যবহার করতে পারছে। উৎপাদন বৃদ্ধি সাপেক্ষে
ভবিষ্যতে ওয়ালটন ফ্রিজের দাম আরও কমতে পারে। ওয়ালটনের জনসংযোগ ও মিডিয়া
বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ূন কবির বলেন, ওয়ালটন ফ্রিজে শতভাগ কপার
কনডেন্সার এবং ৮০ ভাগ এনার্জি সেভিং এলইডি ল্যাম্প ব্যবহৃত হয়। সাধারণ
ফ্রিজের তুলনায় এ ফ্রিজের ডিপ অংশও অনেক বড়। ডিইসিএস প্রযুক্তির ফলে
বিদ্যুৎ খরচ অনেক কম।
0 comments:
Post a Comment