Sunday, 2 February 2014

বিনা ঘোষণায় সর্বোচ্চ ৫ হাজার টাকা সঙ্গে রাখা যাবে

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করে সর্বোচ্চ সীমা দুই হাজার টাকা বাড়িয়ে পাঁচ হাজার করে।
এখন থেকে কেউ বিদেশে যাওয়ার সময় বা দেশে আসার সময় কোনো ঘোষণা ছাড়া সর্বোচ্চ ৫ হাজার টাকা সঙ্গে রাখতে পারবে, যা আগে ছিল সর্বোচ্চ ২ হাজার টাকা।
আইন অনুযায়ী এর চেয়ে বেশি পরিমাণ বাংলাদেশি মুদ্রা সঙ্গে রাখতে হলে বিমান বা স্থল বন্দরে শুল্ক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ফরমে ঘোষণা করতে হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় শুল্ক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ফরমে ঘোষণা না দিয়ে সঙ্গে রাখার যোগ্য বাংলাদেশি কারেন্সির পরিমাণ এবং বিদেশে যাওয়ার সময় বাংলাদেশি কারেন্সি সঙ্গে নিয়ে যাওয়ার পরিমাণ মাথাপিছু ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা হলো।”
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, সম্প্রতি বিমান, ট্যাক্সিসহ যাতায়াত ভাড়া বেড়েছে। অনেকে বিদেশ থেকে দেশে আসার পরে তার গন্তব্য স্থলে যেতে অভ্যন্তরীণ রুটের বিমান ধরতে চান। কিন্তু ২ হাজার টাকায় এখন আর বিমান ভাড়া হয় না। অথবা ঢাকার বাইরে যেতেও ট্যাক্সি ভাড়া লাগে ২ হাজার টাকার বেশি। এছাড়া অনেককে একদিনে

0 comments:

Post a Comment