Wednesday, 5 February 2014

লা রিভের পোশাকে ছাড়

পোশাক ও লাইফ স্টাইল ব্র্যান্ড লা রিভের পোশাকে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে। লা রিভ কর্তৃপক্ষ জানিয়েছে, ফরমাল ও ক্যাজুয়াল উভয় ক্যাটাগরিসহ পুরুষ ও নারীদের জন্য পোশাকে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে। লা রিভে রয়েছে ঋতু উপযোগী দারুণ সব পোশাকের বিশাল সংগ্রহ।

লা রিভের বিক্রয় বিভাগের প্রধান নাসরিন সুলতানা জানিয়েছেন, পাশ্চাত্যের ঐতিহ্যের কথা মাথায় রেখে ছেলে-মেয়ে ও শিশুদের জন্য উজ্জ্বল রং এর নিত্যনতুন ফ্যাব্রিক, কারচুপি, এমব্রয়ডারি ও সূচিশিল্পের বিভিন্ন পোশাক রয়েছে লা রিভের সংগ্রহে। ভোক্তাদের চাহিদাকে প্রাধান্য দিতে আমরা পোশাকে ছাড় দিচ্ছি।

অফার চলাকালীন লা রিভ পোশাকগুলো পাওয়া যাবে বাংলাদেশে লা-রিভের সকল বিক্রয়কেন্দ্রে।

0 comments:

Post a Comment