Tuesday, 21 June 2016

অনলাইনে কেনাকাটা

..আড়ং
অনলাইনে আড়ং ডটকমে (www.aarong.com) কেনাকাটায় বিশেষ সুবিধা পাওয়া যাচ্ছে। আড়ং ও নভোএয়ারের যৌথ এই আয়োজনে প্রতি সপ্তাহে সর্বোচ্চ কেনাকাটায় মিলবে ইয়াঙ্গুন, কক্সবাজার ও সিলেট যাতায়াতের বিমান টিকিট। রমজান মাসজুড়ে এই সুবিধা পাবেন ক্রেতারা।
বাগডুমবাগডুম
অনলাইনে ঈদ পোশাকের সংগ্রহ নিয়ে হাজির বাগডুম ডটকম (www.bagdoom.com)। ঈদ উপলক্ষে সব বয়সীর জন্য পোশাক ও অনুষঙ্গ পাওয়া যাবে এখানে। এ ছাড়া জনপ্রিয় ব্র্যান্ডের পোশাকও মিলবে।
চালডাল ডটকমচালডাল ডটকম
অনলাইন বাজার চালডাল ডটকম (chaldal.com) দিচ্ছে রমজান উপলক্ষে বিশেষ সুযোগ। কোনো ধরনের ডেলিভারি খরচ ছাড়াই পণ্য কেনা যাবে এখানে। এক ঘণ্টায় পণ্য পৌঁছে যাবে ক্রেতার ঠিকানায়। নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে এখানে।

0 comments:

Post a Comment