Friday, 10 April 2015
Wednesday, 8 April 2015
স্মার্টফোন চার্জ তো মিনিটের ব্যাপার
এক মিনিটে স্মার্টফোন চার্জ হবে এমন ব্যাটারি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। দামে সস্তা এবং দীর্ঘদিন ধরে ব্যবহার করা যাবে এই ব্যাটারি। অ্যালুমিনিয়ামে তৈরি এই ব্যাটারি স্মার্টফোনের চার্জ নিয়ে চিন্তায় থাকা ব্যবহারকারীদের চিন্তা দূর করবে বলে বিশ্বাস এই বিজ্ঞানীদের। সম্প্রতি এই গবেষক দল এই ব্যাটারির বিস্তারিত গবেষণা বিখ্যাত জার্নাল ন্যাচার-এ প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, অ্যালুমিনিয়াম-আয়ননির্ভর ব্যাটারি বর্তমানে থাকা লিথিয়াম-আয়ন ব্যাটারির চেয়ে বেশি স্থায়ী এবং দারুণ কাজ করতে পারে। এটি শুধু স্মার্টফোনেই নয়, ব্যবহার করা যাবে ল্যাপটপেও। গবেষণা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই ব্যাটারি এতটাই নিরাপদ হবে যে এতে কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা নেই, যা লিথিয়াম-আয়ন ব্যাটারির ক্ষেত্রে থাকে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির রসায়নের অধ্যাপক হংজি ডাইয়ের নেতৃত্বে একদল বিজ্ঞানী এ বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছিলেন। শুরুতে গবেষকেরা অ্যালুমিনিয়াম দিয়েই চেষ্টা করে যাচ্ছিলেন একটা ব্যাটারি তৈরি করতে, যা হবে সস্তা কিন্তু দ্রুত চার্জ হবে। পরবর্তী সময়ে গ্রাফাইট নামের একধরনের ধাতু, যা অ্যালুমিনিয়ামেরই সহযোগী, সেটির সাহায্যে চাহিদা অনুযায়ী ব্যাটারি তৈরি করতে সক্ষম হন গবেষকেরা। আর এই ব্যাটারিই মাত্র এক মিনিটে চার্জ হয়ে যাবে। হংজি ডাই বলেন, এই ব্যাটারি বিস্ফোরিত হবে না এবং দ্রুত চার্জ হবে।
রয়টার্স অবলম্বনে নুরুন্নবী চৌধুরী