Friday, 31 January 2014

SORRY...পেঁয়াজের দাম বেড়েছে


নিজস্ব প্রতিবেদক
নতুন বার্তা ডটকম
ঢাকা: রাজনৈতিক অস্থিরতা না থাকলেও গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নিত্যপণ্যের বাজারে শীতকালীন সব সবজির দাম অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি পাঁচ টাকা। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম না কমায় হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন পাইকারি বাজারে দাম না কমায় তারাও সবজির দাম কমাতে পারছেন না।

শুক্রবার রাজধানীর বাজার ঘুরে ক্রেতা এবং ব্যবসায়ী সঙ্গে কথা বলে জানা গেছে এমন তথ্য।

বাজার ঘুরে দেখা যায়, শিম গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩০টাকা করে সেটিই চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে, কাঁচামরিচ ৪০ টাকা করে, বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকা, টমেটো ২০ টাকা, ৩০ টাকা করে শসা, মুলা ১০ টাকা বিক্রি হচ্ছে, নতুন আলু ১৫ টাকা, গাজর ২৫ টাকা, করলা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে গত সপ্তাহে ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ টাকা দরে সেটি চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০ টাকা করে এবং দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে যা গত সপ্তাহে ছিল ৩০ টাকা করে।

সরবরাহ প্রচুর থাকার পরও দাম বাড়ার কারণ জানতে চাইলে কাচামাল ব্যবসায়ী চান মিয়া জানান, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে তাই আমরা দাম বাড়িয়েছি। পাইকারি বাজারে দাম কমলে তারাও দাম কমিয়ে দেবেন বলে জানান তিনি।

এদিকে ক্রেতাদের অভিযোগ খুচরা ব্যবসায়ীরা নিজ ইচ্ছেমত পণ্যের মূল্য নির্ধারণ করে অধিক মুনাফা করছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ্য জরুরি বলে তারা মনে করেন।

জানা যায়, চলতি সপ্তাহে বয়লার মুরগি দাম অপরিবর্তত রয়েছে। বিক্রি হয়েছে ১৪০ টাকা দরে। এদিকে দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩২০ থেকে ৩৫০ টাকা করে।
অন্যদিকে আজ চালের বাজারে প্রতিকেজি নাজিরশাইল ৬০ থেকে ৬২ টাকা, মিনিকেট ৫০ থেকে ৫২ টাকা, লতা আটাশ ৪০ থেকে ৪২ টাকা, মোটা চাল ৪২ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া চায়না বড় রসুন ৮০ টাকা, দেশি রসুন ৭০ টাকা, চায়না আদা ১২০ টাকা, ইন্দোনেশিয়ান আদা ১৪০ টাকা, শুকনা মরিচ ১৮০ টাকা, হলুদ ১২০ টাকা, হলুদের গুঁড়া ১৮০ টাকা, মরিচের গুঁড়া ২২০ টাকা, ধনিয়া ৮৫ টাকা, আটা (প্যাকেট) ৩৭ টাকা, ময়দা (প্যাকেট) ৪৫ টাকা, দেশি মশুর ডাল ১২০ টাকা, ভারতীয় মশুর ডাল ৮০ টাকা, খেসারি ডাল ৪৫ টাকা, খোলা চিনি ৪৬ টাকা, প্যাকেট চিনি ৫০ টাকা ও প্রতি লিটার সয়াবিন খোলা ১১০ টাকা ও বোতলজাত সয়াবিন ১২২ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে দেখা গেছে গরুর মাংস ২৮০ টাকা ও খাসি ৪৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নতুন বার্তা/এসএমএকে/জবা

Sorry. হঠাৎ চাঙা সাইকেলের বাজার.

সুজয় মহাজন ও শুভংকর কর্মকার |, ফেব্রুয়ারী ০১, ২০১৪
পরিবেশবান্ধব বাহন হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে দুই চাকার বাইসাইকেল। শহরের অলিগলিতে আজকাল বিষয়টি সহজেই টের পাওয়া যায়। এ জন্য সাইকেলের বাজার দিনে দিনে বড় হচ্ছে। আমদানিনির্ভর এই সাইকেলের বাজারে দেশীয় প্রতিষ্ঠানের হিস্যা ক্রমেই বাড়ছে।
পরিচিত এই বাহনটির ব্যবসা যে বেশ রমরমা, সেটি পুরান ঢাকার বংশাল এলাকায় গেলে বোঝা যায়। দেশে সাইকেলের বৃহত্তম পাইকারি বাজারে সারাক্ষণই ক্রেতাদের ভিড় লেগে থাকে। গত কয়েক বছরে সাইকেল বিক্রি ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। বর্তমানে দুই চাকার এই যানের বার্ষিক চাহিদার পরিমাণ প্রায় পাঁচ লাখ পিস। এমনটাই জানালেন এখানকার ব্যবসায়ীরা।
কিছুদিন আগেও এই সাইকেলের পুরোটাই ছিল আমদানি করা। ব্যবসায়ীরা দেশের বাইরে থেকে বাইসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করেন। তারপর তা সংযোজন করে বিক্রি করা হয়। তবে স্থানীয় বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় ২০১১ সাল থেকে দেশি প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ বিভিন্ন ব্র্যান্ডের সাইকেল বাজারজাত শুরু করে। এর আগে প্রতিষ্ঠানটি কেবল ইউরোপের বাজারে রপ্তানি করত। সামনে আসছে প্রাণ-আরএফএল গ্রুপ। স্থানীয় বাজারের পাশাপাশি ইউরোপের বাজারে রপ্তানির জন্য প্রতিষ্ঠানটি শিগগিরই সাইকেল উৎপাদন শুরু করবে বলে জানা গেছে।
বাংলাদেশ বাইসাইকেল মার্চেন্টস অ্যাসেম্বলিং অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্যানুযায়ী, বংশালে দুই শতাধিক বাইসাইকেল বিক্রির প্রতিষ্ঠান আছে। সারা দেশে খুচরা বিক্রেতা আছেন হাজার চারেক। আর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর মিলে ৭০-৮০ জন আমদানিকারক আছেন, যাঁরা যন্ত্রাংশ কিনে আনেন। 
সমিতির সাধারণ সম্পাদক মো. নূরুল হক বলেন, স্পেয়ার পার্টস, রিম, স্পোক ইত্যাদি যন্ত্রাংশ আমদানিতে ৫৫ থেকে ৯৩ শতাংশ শুল্ক দিতে হয়। অন্যদিকে সম্পূর্ণ তৈরি করা বাইসাইকেলের শুল্ক ৯৩ শতাংশ। ফলে এ ক্ষেত্রে একধরনের বৈষম্য রয়ে গেছে। তিনি জানান, শুল্ক হার কমালে সাইকেলের দাম অনেক কমে যাবে। এতে সাধারণ মানুষ বাহনটি ব্যবহারে আরও বেশি আগ্রহী হবে।
তবে গত এক দশক চেষ্টা করেও এই সোজা কথাটি জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বোঝানো যায়নি বলে ক্ষোভ প্রকাশ করে সমিতির এই সাধারণ সম্পাদক বলেন, এতে করে চোরাই পথে যন্ত্রাংশ আসছে। সরকার মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ক্রেতারাও ঠকছে।
চাহিদার পেছনের গল্প: ২০১১ সালে কয়েকজন তরুণ রাজধানীতে সাইকেল র‌্যালি শুরু করেন। প্রথম দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল প্রতি শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সাইকেলে করে ঢাকার আশপাশে ঘুরতে যেতেন। এরপর ক্রমেই বাড়তে থাকে শৌখিন সাইকেলচালকদের ওই গ্রুপের সদস্যসংখ্যা। গঠিত হয় বিডি সাইক্লিস্ট নামে একটি সংগঠন।
সাপ্তাহিক ভিত্তিতে শখে সাইকেল চালানো শুরু করলেও গ্রুপের কারও কারও তা ভালোলাগায় পরিণত হয়। এ কারণে কেউ কেউ অফিস-আদালত থেকে শুরু করে নিয়মিত যাতায়াতে রাজধানীতে সাইকেল ব্যবহার করতে শুরু করেন। একপর্যায়ে সাইকেল চালানোয় সবাইকে উদ্বুদ্ধ করতে নানাভাবে প্রচারণা চালাতে থাকে এই সংগঠন।
বিডি সাইক্লিস্ট দলের অন্যতম মডারেটর মোজ্জাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের দলের সদস্য বৃদ্ধির পাশাপাশি সাইকেলের চাহিদা বাড়তে থাকে।’ বর্তমানে এই সংগঠনের সদস্যসংখ্যা প্রায় ৩০ হাজার বলেও জানান তিনি। সংগঠনের আরেক সদস্য মঈনুল বলেন, কম দামি সাইকেলের বাজারের বড় অংশ এখনো আমদানিনির্ভর রয়ে গেছে।
দেশে বড় বাজার সৃষ্টি হওয়ায় মেঘনা গ্রুপ স্থানীয় বাজারের জন্য ভেলোস ব্র্যান্ডের সাইকেল প্রস্তুত করছে। এ ছাড়া, রপ্তানি বাজারের জন্য তৈরি বিশ্বখ্যাত বেশ কয়েকটি ব্র্যান্ডের সাইকেলও বাজারজাত করছে। এ জন্য ‘সাইকেল লাইফ’ ও ‘সাইকেল লাইফ এক্সক্লুসিভ’ নামে আলাদা দুটি বিক্রয়কেন্দ্র খুলেছে প্রতিষ্ঠানটি।
সাইকেল লাইফ এক্সক্লুসিভের বিপণন ব্যবস্থাপক মঈনুল ইসলাম জানান, রাজধানীতে দুটি বিক্রয়কেন্দ্রে বর্তমানে প্রতি মাসে গড়ে ইউরোপের চারটি ব্র্যান্ডের ৫০০ সাইকেল বিক্রি হয়। এসব সাইকেলের দাম সর্বনিম্ন সাড়ে ১২ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা। এ ছাড়া, সাইকেল লাইফে সারা দেশে প্রতি মাসে গড়ে প্রিন্স, গ্রানাডা, রিফ্লেক্সসহ কয়েকটি ব্র্যান্ডের ১৪ থেকে ১৫ হাজার সাইকেল বিক্রি হয়। এসব সাইকেলের দাম সর্বনিম্ন পাঁচ হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার টাকা।
মঈনুল ইসলাম জানান, ১৭ জানুয়ারি ‘ভেলোস’ ব্র্যান্ডের প্রথম চালানের এক হাজার সাইকেল বাজারে ছাড়া হয়। তিন দিনে তা শেষ হয়ে যায়।
রপ্তানি বাজার: মেঘনা গ্রুপ ছাড়াও জার্মান বাংলা, আলিতা ও নর্থবেঙ্গল নামের প্রতিষ্ঠানগুলো ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে তাদের কারখানা থেকে উৎপাদিত সাইকেল বিদেশে রপ্তানি করছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যানুসারে, গত অর্থবছরে বাইসাইকেল রপ্তানি করে ১০ কোটি ৫০ লাখ ডলার আয় হয়। আর চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ছয় মাসে চার কোটি ৪৭ লাখ ডলার আয় হয়, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৫ দশমিক ৬৫ শতাংশ বেশি।
ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান কার্যালয়ের (ইউরোস্ট্যাট) তথ্য অনুসারে, ২০১০ সালে বাইসাইকেল রপ্তানিতে অভাবনীয় অগ্রগতি করেছে বাংলাদেশ। ২০০৯ সালে যেখানে ইউরোপে বাইসাইকেল রপ্তানিতে অবস্থান ছিল নবম, সেখানে ২০১০ সালে বাংলাদেশ পঞ্চম স্থানে উঠে এসেছে। ২০১২ সাল পর্যন্ত প্রাপ্ত হিসাব বলছে, এই অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ওই বছর দেশ থেকে ইউরোপে চার লাখ ৭২ হাজার পিস সাইকেল রপ্তানি হয়।
দেশের পাশাপাশি বাইসাইকেলের আন্তর্জাতিক চাহিদা বাড়ছে। আমেরিকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লুসিনটেলের এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে বাইসাইকেলের বৈশ্বিক বাজারের আকার ছয় হাজার ৪০০ কোটি ডলার হতে পারে।

sorry, বেড়েছে মুরগির দাম

বা জা র দ র

ফেব্রুয়ারী ০১, ২০১৪
এখন চলছে বনভোজনের মৌসুম। শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, পাড়া-মহল্লার ক্লাব, সমিতিগুলো বনভোজনে যাচ্ছে। এ বনভোজন মৌসুমের প্রভাব গতকাল শুক্রবার দেখা গেল রাজধানীর কাঁচাবাজারে। বনভোজনে চাহিদার কারণে বেড়েছে খাসির মাংস আর মুরগির দাম।
কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি খাসির মাংস মানভেদে ৪৮০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ২০ থেকে ৫০ টাকা। এর কারণ জানতে চাইলে কারওয়ান বাজার ও মিরপুরের কাজীপাড়া বাজারের একাধিক বিক্রেতা জানান, বনভোজনের কারণে এখন মাংসের বড় বড় চাহিদা আসছে। চাহিদার তুলনায় সরবরাহ কম বলে খুচরায় দাম বেড়েছে। প্রতিবছরই ফেব্রুয়ারি মাসে বনভোজনের কারণে খাসির মাংসের চাহিদা একটু বেশি থাকে।
বনভোজনের কারণে চাহিদা বৃদ্ধি মুরগির দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বাড়িয়ে দিয়েছে।
রাজধানীর বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। বেশির ভাগ সবজির কেজি ৩০ টাকার মধ্যে। এ নিয়ে বিক্রেতাদের মধ্যে কিছুটা হতাশা থাকলেও ক্রেতারা স্বস্তিতে। কয়েক মাস আগে যে পেঁয়াজের দাম সরকার ও ক্রেতাদের চরম অস্বস্তিতে ফেলেছিল, সেটির দামও স্বস্তির পর্যায়ে নেমে এসেছে।
কাঁচাবাজারগুলোতে গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকায় আর আমদানি করা পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হয়। বাজারে আসা নতুন আলুর কেজি ৮ থেকে ১০ টাকা। আলুর চেয়ে বেশি দাম মুলার, প্রতি কেজি ১৫ থেকে ২০ টাকা। এ ছাড়া প্রতিটি ফুলকপি ১০ থেকে ১৫, বাঁধাকপি ১২ থেকে ১৫, প্রতি কেজি শিম ২০ থেকে ২৫, শালগম পাঁচ থেকে আট, টমেটো ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হয়। সবজির মধ্যে তুলনামূলক বেশি দাম ছিল বেগুনের, প্রতি কেজি ৪০ টাকা।
কাজীপাড়া বাজারের সবজিবিক্রেতা হাসিব জানান, গত এক বছরে এত কম দামে সবজি আর বিক্রি হয়নি।
দাম কমার কারণ সম্পর্কে জানতে চাইলে কারওয়ান বাজারের একাধিক সবজিবিক্রেতা জানান, সরবরাহ এখন বেশ ভালো।
চালের দাম আগের সপ্তাহের মতোই রয়েছে। মানভেদে প্রতি কেজি মিনিকেট ও নাজিরশাইল ৪৫ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়। প্রতি হালি ব্রয়লার মুরগির ডিম ২৭-২৮ ও হাঁসের ডিম ৪০ টাকায় বিক্রি হয়। ১৫ দিনের ব্যবধানে আমদানি করা চিনির দাম কেজিতে তিন টাকা কমে ৪৩ টাকা বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা জানান।

Wednesday, 29 January 2014

THE RAYMOND SHOP

50% DISCOUNT ONLY FOR  READY MADE GARMENTS
SPECIALLY  AT MIRPUR--1, DHAKA


Tuesday, 28 January 2014

বিশেষ ছাড় :রেজার পণ্যে

রেজার ব্র্যান্ড গেমিং পণ্যে শীতকালীন অফার ঘোষণা করেছে কম্পিউটার সোর্স লিমিটেড। অফার অনুযায়ী সর্বশেষ মডেলের রেজার ডেথ অ্যাডার মাউস ও উইডো মেকানিক্যাল কি-বোর্ড কিনলে পাওয়া যাবে বিশেষ ছাড়। অফার অনুযায়ী রেজার ডেথ অ্যাডার চার হাজার ৯০০ টাকা এবং নয় হাজার ৯০০ টাকায় পাওয়া যাবে। এ অফার চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। —বিজ্ঞপ্তি

this fasion

all type of fasion wear discount up to 30%
specially infront sony cinema hall , mirpor -1,dhaka outlet

IBN SINA DAIGNOSTIC

সকল পরীক্ষা   up to 25%  Discount...with100%  quality  diagnosis

SMARTEX FASION

Great offer---buy with discount UP TO 50%

OTOBI FURNITURE BONANZA

SAVE UP TO 30% DISCOUNT
TILL -----31 JANUARY
ALL OUTLETS IN ALL OVER BANGLADESH
STOCK LIMITED

Monday, 27 January 2014

LOTTO SHOE

LOTTO SHOE
একটা কিনলে
একটা  ফ্রী
শুধু ঢাকায়   আমাদের  বিভিন্ন   outlet এ 

Sunday, 26 January 2014

LUX SOAP

তিনটা  কিনলে

একটা  ফ্রী  only for Bangladesh & for timebeng







================================================